নবীগঞ্জে আ.লীগ নেতার দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করল প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে অবৈধভাবে দখল করা সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত প্রায় ১৮ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়।
জানা গেছে, বুরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের বুরহানপুর মৌজার জেএল নম্বর ৪৭-এর অন্তর্গত ৪৯৮ নম্বর দাগে, খতিয়ান নম্বর ১-এর সরকারি ভূমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ ওঠে ইনাতগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন চঞ্চল ও তার সহযোগীদের বিরুদ্ধে।
সরকারি জমিতে প্রাচীর নির্মাণের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে গ্রামবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এরপর প্রশাসন তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিলেও সেই নির্দেশ অমান্য করে দখলকারীরা পুনরায় কাজ চালিয়ে যান বলে অভিযোগ ওঠে।
এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। অভিযানকালে দখলদাররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং উদ্ধারকৃত ১৮ শতক সরকারি জমির দখল বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকের প্রতিনিধিত্বে ইনাতগঞ্জ ভূমি উপ-সহকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, সরকারি জমি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



