মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জ–হবিগঞ্জ সড়কে আব্দুল হক চৌধুরী চক্ষু পরিচর্যা কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আব্দুল হক চৌধুরী’র সহধর্মিণী সুফিয়া হক চৌধুরীর পক্ষে আব্দুল হক চৌধুরী চক্ষু পরিচর্যা কেন্দ্রের নতুন ভবন শুভ উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ।
পরে সুধি সমাবেশে জাহাঙ্গীর বখত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফেজ নিয়ামুল হক এবং গীতাপাঠ করেন নয়ন গোস্বামী। স্বাগত বক্তব্য দেন আব্দুল হক চৌধুরী চক্ষু পরিচর্যা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জাকিরুল হক চৌধুরী সুমন এবং সাধারণ সম্পাদক তনুজ রায়।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন—
হবিগঞ্জ–১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া, জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী শাহজাহান আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, নয়মৌজা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী ও আব্দুল হামিদ মাহবুব, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. তাপস আচার্য, ওয়াহিদুজ্জামান মাসুদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক ছনি আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি সাইদুল হক সাদিক, নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম, এডভোকেট রাজীব কুমার দে, ডা. জাবেদ আহমেদ, মোহাম্মদ আলী ছালিক, নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ, মাওলানা শোয়াইব আহমেদ, নাছির উদ্দিন, বিএনপি নেতা নুরুল গনি চৌধুরী সোহেল, জামায়াত নেতা এহসানুল হাদী রুম্মান, উত্তম কুমার রায়, প্রণব দেব, কামরুজ্জামান চৌধুরী, কাঞ্চন বনিক, মাহফুজুর রব রনি, আমিনুল ইসলাম, মাসুদ মিয়া এবং জাহাঙ্গীর আহমেদ বাবুল।
উদ্বোধন শেষে চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এ সময় ৭০ জন রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে আব্দুল হক চৌধুরী চক্ষু পরিচর্যা কেন্দ্রটি মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে নবীগঞ্জে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছে।
আর কোনো সংশোধন বা বাড়তি তথ্য চাইলে সঙ্গে সঙ্গে করে দেব।