নবীগঞ্জে অবরোধ ও হরতালের সমর্থনে গাড়ি ভাংচুর
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৪:২১ অপরাহ্ণবিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও সিলেট বিভাগে যুবদল কর্মী নিহতের ঘটনায় ডাকা হরতালের সমর্থনে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কয়েকটি গাড়ি ভাংচুর করেছে যুবদলের নেতাকর্মীরা।
বুধবার দুপুরে অবরোধ ও হরতালের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজার ও আইনগাও এলাকায় কাভার্ডভ্যান, পিকআপসহ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। এসময় তারা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে।
মহাসড়ক বা আঞ্চলিক সড়কে চলছেনা যাত্রীবাহী বাস। সকাল হতে হবিগঞ্জ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়তে হয়েছে চাকুরিজীবীসহ সাধারণ মানুষ।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- বিএনপি জামায়াতের অবরোধ কর্মসূচির নামে যাতে নাশকতা বা সহিংসতা করতে না পারে ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন- গাড়ি ভাংচুরের বিষয়টি আমার জানা নেই, খোজ নিচ্ছি।