নজমুল হকের প্রচেষ্টায় রৌয়াইলে আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ
প্রেস রিলিজ
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ অপরাহ্ণদেশের স্বনামধন্য এনজিও সংস্থা” আইডিয়া” এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব নজমুল হক মহোদয় যিনি এলাকার মানুষের
স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিত করতে এবং নিজ জন্মস্থানের মানুষের কথা মাথায় রেখে চাহিদা অনুযায়ী আধুনিক, দক্ষ এবং আন্তর্জাতিক মানের .চিকিৎসা সেবা দিতে ও তাঁর উদ্যোগে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রৌয়াইলে আধুনিক হাসপাতাল নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হয়োছে ৷ অচীরেই বিভিন্ন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উক্ত আধুনিক হাসপাতাল চেম্বারে স্থায়ীভাবে অবস্থান করে রোগী দেখবেন৷ এতে অতি অল্প খরচে উন্নত মানের চিকিৎসা সেবা পাবেন এলাকার সাধারণ মানুষ৷ এই মহতি উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এলাকার সচেতন নাগরিক মহল৷ বিশেষ করে আইডিয়া স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রোগী দেখবেন অভিজ্ঞ চিকিৎসকগন, এর মধ্যে স্থায়ী ভাবে রোগী দেখবেন
সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পি,জি,টি ( সার্জারি – গাইনী এন্ড অবস্) এম,বি,বি এস, ডা: মো: মিরাজুর রহমান ( মিরাজ) এবং মেডিসিন ও হৃদরোগ অভিজ্ঞ এম,বি,বি এস, ( সাস্ট) সি,সি,ডি,( বরাডেম) এসিস্ট্যান্ট রেজিস্ট্রার কার্ডিওলজি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ডা: স্বাতি হক৷ এছাড়াও উক্ত স্বাস্থ্য সেবা কেন্দ্রে যেসব সুবিধা থাকছে – আউটডোর সার্ভিস, মেডিসিন, ডায়াবেটিকস, ই,সি,জি, পালস অক্সিমিটার, গর্ভধারণ পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম ( কম্পিউটার), নেবুলাইজেসন ( গ্যাস দেয়া), ফুসফুসের কর্মক্ষমতা পরীক্ষা, অক্সিজেন সিলিন্ডার, ব্লাড পেসার, ব্লাড গ্রুপিং ও ডেলিভারি সেবা সহ অত্যাধুনিক মেশিন দ্বারা সকল প্রকার পরীক্ষা নীরিক্ষা অতি স্বল্প খরচে করা যাবে৷ অতি শ্রীঘ্রই শুভ উদ্বোধন করা হবে আইডিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র রৌয়াইল৷ তাছাড়া প্রতি শনি থেকে শুক্রবার জরুরি বিভাগের সেবা সবসময় পাওয়া যাবে।