দারুসসালামে টিআই সার্জেন্ট এএসআই-কন্সটেবল পেলেন ভালো কাজের পুরস্কার
বাহাউদ্দীন তালুকদার
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৪, ৭:০৫ অপরাহ্ণকর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ মিরপুর ট্রাফিক বিভাগের দারুস সালাম জোনের ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্ট, এ এস আই, পুলিশ কন্সটেবলদের পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে বেস্ট ট্রাফিক ইন্সপেক্টর টি আই কামরুল ইসলাম, সার্জেন্ট তানজীদ আহম্মেদ ১ম, সার্জেন্ট নাজমুল ইসলাম ২য়, আসাদুর রহমান খন্দকার ৩য়, বেস্ট এ এস আই মানিক চৌধুরী, কন্সটেবল সাইফুল ইসলাম’কে ভালো কাজের পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অবদান রাখায় সার্জেন্ট মোঃ হাসানাত’কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল ২৩) দুপুর ১ টায় দারুসসালাম জোন (ট্রাফিক) অফিসে মাসিক কার্যক্রম পর্যালোচনা সভায় তাদের পুরস্কৃত করা হয়। এ পুরস্কার হাতে তুলে দেন দারুস সালাম ট্রাফিক জোনের সহকারি পুলিশ কমিশনার কাজী মাহবুব হাসান।
দারুস সালাম ট্রাফিক জোন সূত্রে জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন, বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ মাসিক কার্যক্রম পর্যালোচনা করে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এই পদক দেওয়া হয়।
মিরপুর ট্রাফিক বিভাগের দারুসসালাম জোনের সহকারি পুলিশ কমিশনার কাজী মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর পলাশ, ট্রাফিক ইন্সপেক্টর শাকিল আহমেদ ও অন্যান্য টিআইগণ বক্তব্য রাখেন।