তুমি এসো প্রিয়
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৫ পূর্বাহ্ণতুমি এসো! কাকডাকা ভোরে, ঘাসের উপর ভেসে থাকা শিশির বিন্দু হয়ে।
তুমি এসো! দুপুরের কাঠপাটা রোধে অলস শরীরের সতেজতা হয়ে ।
তুমি এসো! বিকেলের স্নীগ্ধ মাখা সূর্যের হাসিতে মলিন হওয়া রজনীগন্ধা হয়ে।
তুমি এসো! সন্ধ্যার সুখ তারার ভিড়ে একটি সুখ তারা হয়ে৷
তুমি এসো! অন্ধকার রাতে বাঁশ ঝাড়ের জোনাকি পোকার আলো হয়ে।
তুমি এসো!আমার স্বপ্নের রাজকুমার হয়ে।
তুমি এসো! চির চেনা ঝিলের পাড়ের মাঝি হয়ে।
এসো তুমি! বৈঠা হাতে নদীর পাড়ে।
তুমি আসবে! পূর্বের আকাশের সাত রঙা রংধনুর একটা রঙ হয়ে।
তোমাকে আসতে হবে প্রিয়!
কৃষ্ণচূড়ার ঝরে পড়া পাপড়ি হয়ে।
লেখকঃ ফারজানা