ছাগল চুরি করে পিকনিক, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
মোরেলগঞ্জ করেসপন্ডেন্ট, জাগো.নিউজ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৪, ১:৪৫ পূর্বাহ্ণগভীর রাতে ছাগল চুরি করে পিকনিক করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের শেখপাড়া এলাকায়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ছাগলের মালিক রনজিনা বেগম।
অভিযোগে উল্লেখ করা হয়, ইউপি সদস্য রফিকুলের নেতৃত্বে একটি চক্র রাতের আধারে এলাকার বিভিন্ন বাড়ীতে চুরিধারী করে বেড়ায়। তাদের কারনে এলাকায় নিরীহ গরীব, অসহায় লোকজন সহ সাধারণ লোকজন হাস, মুরগি, গরু ও ছাগল লালন পালন করতে পারে না।
গত ইং ১১ জুলাই সকাল অনুমান ৮ ঘটিকার সময় রনজিনা বেগমের ছাগল ঘর হইতে ৫টি ছাগল ছেড়ে দেন। উক্ত ৫ টি ছাগলের মধ্যে একটি কালো ও সাদা রংয়ের পাঠা ছাগল ওজন অনুমান ১৫ কেজি, মূল্য অনুমান ১৫ হাজার টাকার পাঠা ছাগলটি আর বাড়ীতে যায়নি। পরবর্তীতে ছাগলটি সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করে কোথাও না পেয়েও খোজাখুজি অব্যাহত রাখেন। এমতাবস্থায় ঘটনার দিন ইং ১৩ জুলাই রাত অনুমান সাড়ে ১০ টার সময় মোরেলগঞ্জ থানাধীন ১৪নং বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী সাকিনে শেখ পাড়া স্কুল মাঠে ইউপি সদস্য রফিকুলের নেতৃত্বে ছাগল দিয়া বনভোজন করা হচ্ছে মর্মে খবর পান রনজিনা বেগম। লোকজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় জবাই করা ছাগলটি তার মর্মে সনাক্ত করেন। এসময় ইউপি সদস্য রফিকুলের হুকুমে অপর অন্যান্য অভিযুক্তরা তাদের উপর চরমভাবে ক্ষিপ্ত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে উপজেলার বারইখালী ইউনিয়নের শেখপাড়া এলাকায় একটি পুকুর খননের কাজ চলছিল। ৮থেকে ১০ জনের সেই শ্রমিক ও স্থানীয় কয়েকজন যুবক ছাগলটি গভীর রাতে চুরি করে জবাই করে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টারের নিচে রান্না-বান্না শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা বলেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম পুকুর খনন ও এই পিকনিকের সভাপতি, তিনি ২০ কেজি চাল ও টাকা দিয়েছেন।