ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে ‘জাহিদ ইসলাম ফাউন্ডেশন’
গ্রিস করেসপন্ডেন্ট, জাগো.নিউজ
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৪, ৬:৩১ অপরাহ্ণঅসহায় মানুষের পাশে দাঁড়াতে গ্রিসে ‘জাহিদ ইসলাম ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম।
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর মাধ্যমে এই ফাউন্ডেশনের মানবসেবা মূলক কার্যক্রম শুরু হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘জাহিদ ইসলাম ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের মোরলগঞ্জে ৬১৫টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম জাহিদ ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এইচ.এম বদিউজ্জামান সোহাগ।
বিশেষ অথিতি ছিলেন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, যুবলীগ নেতা রাসেল হাওলাদার, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আজমীন নাহার।
মোরেলগঞ্জ আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুর রহমান লালের সার্বিক পরিচালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, সুন্দরবন স্পোর্টিং ক্লাব ইন গ্রিসের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ও মসজিদ আল জব্বার এর হাফেজ আব্দুল্লাহ, সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা মিজানুর রহমান বিপু, সাবেক ইউপি সদস্য নাজমুল হাসান রানা। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক ও জাহিদ ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম জাহিদ ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি মানবসেবায় নিয়োজিত রয়েছি। সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমি এই ফাউন্ডেশন প্রষ্ঠিতা করেছি। আমার এই ফাউন্ডেশনে আমার অনেক গ্রিস প্রবাসী শুভাকাঙ্খি জড়িত রয়েছেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আমি দেশে ছুটে এসেছি। বাগেরহাটের মোরলগঞ্জে ৬১৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমার এই মানবসেবা অব্যাহত থাকবে। আমি প্রত্যাশা করবো সমাজের সকল বিত্তবান ব্যক্তি এই ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে আসবেন।’