গ্রিসে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ এর ইফতার মাহফিল

স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো.নিউজ
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৫, ৫:২০ অপরাহ্ণ
গ্রিসে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আনোয়ার হোসেন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ এর গ্রিসের নির্বাহী পরিচালক এইচ এম জাহিদ ইসলাম।
ইফতার মাহফিলে ভার্চুয়াল যুক্ত থেকে বক্তব্য রাখেন ভয়েস ফর বাংলাদেশিজ’-এর প্রেসিডেন্ট শিক্ষাবিদ ডক্টর. হাসনাত হোসাইন।
ইফতার মাহফিলে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, সহ সভাপতি আকমল মাহমুদ স্বপন ও লিটন মাতুব্বর, কোষাধ্যক্ষ হাজী সেলিম সরদারসহ অনেকই।
এছাড়াও বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
সংগঠনের নির্বাহী পরিচালক এইচ এম জাহিদ ইসলাম বলেন- ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। ২০১৯ এর কভিড কালীন সময়ে বিশ্বের বিভিন্ন দেশের কর্মরত ও প্রবাসী বাংলাদেশীদের কল্যানে কাজ করা ও তাদের অধিকারের কন্ঠস্বর হিসেবে কাজ করার অংগীকার নিয়ে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। এর পর থেকে বাংলাদেশ ইউরোপ আমেরিকা অস্ট্রলিয়া, সাউথ ইস্ট এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বসবাসরত বাংলাদেশী প্রবাসী ভাইদের বিভিন্ন সমস্যা সমাধানে ও তাদের তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে।
সস্প্রতি প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ও প্রবাসে বসবাসরত বিভিন্ন বিশেষজ্ঞরা কীভাবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে পারে, এ ব্যাপারে ‘ভয়েস ফর বাংলাদেশিজ’-এর প্রেসিডেন্ট শিক্ষাবিদ ড. হাসনাত হোসাইনের প্রচেষ্টা ও যোগাযোগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তারা শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা, প্রবাসীদের সমস্যা ও দাবি, স্থানীয় সরকার, আন্তর্জাতিক সম্পর্ক, বিনিয়োগ ও পানি ব্যবস্থাপনাসহ মোট ১২টি বিষয় তুলে ধরেন এবং তাদের গবেষণা প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।
আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনের গ্রিসের নির্বাহী পরিচালকের দায়িত্বে আছেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সস্পাদক ও জাহিদ ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম জাহিদ ইসলাম।
ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকল প্রবাসীকে ধন্যবাদ জানান এইচ এম জাহিদ ইসলাম।
