করোনাকালে গীতিকার মাহমুদ মুরাদের লেখা গান
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২০, ২:১৪ অপরাহ্ণকরোনাকালে অন্যান্য অঙ্গনের মত সংগীত অঙ্গনে চলছে কিছুটা স্থবিরতা, কন্ঠ শিল্পীরা স্টুডিও রেকর্ডিং এবং টেলিভিশন লাইভে অংশ নিচ্ছেন অনেকেই। গীতিকার মাহমুদ মুরাদের কথায় বেশ কিছু জনপ্রিয় শিল্পীর মৌলিক গানের কাজ চলছে বর্তমানে। যার মধ্যে জনপ্রিয় লোক শিল্পী শফি মন্ডলের সুর ও কন্ঠে মানুষ রুপে জনম লইয়া”, “দেখনা খুঁজে মনের মাঝে”, সুরকার অভি আকাশের সুরে ‘দেহতরী’, খায়রুল ওয়াসীর সুরে এ সময়ের জনপ্রিয় ফোক শিল্পী লায়লার কন্ঠে ‘সোনার অঙ্গ’, আকাশ মাহমুদের সুরে ‘পোড়া বাঁশী ‘ গান গুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সম্প্রতি মাহমুদ মুরাদের কথায় আকাশ মাহমুদের সুরে ফোক শিল্পী সালমার গাওয়া কাঙাল মিউজিক এর ব্যানারে রিলিজ হওয়া প্রেমরসে মজাইয়া ‘ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। চলতি মাসেই একই গীতিকারের কথায় শিল্পী আশিকের কন্ঠে ‘বাবা’, শিল্পী লুইপার কন্ঠে ‘সময়ের স্রোতে’ শিরোনামে আরও দুটি গান রিলিজ হয়েছে। আসছে ইদে খায়রুল ওয়াসির কন্ঠে ‘দয়াময়’ এবং শিল্পী অঙ্কনের কন্ঠে ‘শ্যাম কলঙ্ক’ শিরোনামে দুটি মৌলিক গান প্রকাশিত হচ্ছে কাঙাল মিউজিক ইউটিউব চ্যানেল থেকে।
উল্লেখ্য, ইতোপূর্বে মাহমুদ মুরাদের কথায় উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ প্রয়াত সুবীর নন্দী দশটি গানে সুরারোপ করেন, যার মধ্যে দুটি গানে তিঁনি নিজেই কন্ঠ দিয়েছেন, অন্য গান গুলোতে কন্ঠ দিয়েছেন যথাক্রমে তপন চৌধুরী, মো:রফিকুল আলম, রোমানা ইসলাম, চম্পা বণিক, ঝিলিক, রাশেদ, আশিক ও নন্দিতা। গানগুলো কাঙাল মিউজিকের ব্যানারে প্রকাশের অপেক্ষায় রয়েছে!