আসন্ন দীঘলবাক ইউনিয়ন পরিষদ নির্বাচন : আলোচনায় যারা !
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২০, ৪:১০ অপরাহ্ণআগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনায় আসছেন দেশী ও প্রবাসী প্রার্থীরা। তারা বিভিন্ন কৌশলে প্রচারণা করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনী হালচাল নিয়ে ‘‘জাগো নিউজ’’ এর ধারাবাহিক প্রতিবেদন এর ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে আজ তুলে ধরা হলো ৪ নং দীঘলবাক ইউনিয়ন এর হালচাল।
ইউনিয়নের ইতিহাস:- এই ইউনিয়নের জন্ম নিবন্ধন রেজিষ্টার অনুযায়ী জন সংখ্যা- (০৩/১২/২০১৭ অনলাইন তথ্য অনুযায়ী) (পুরুষ সংখ্যা-১৭২৩১ জন, নারী সংখ্যা- ১৫৯৬৯ জন), মোট: ৩৩১৯০ জন।
ভোটার সংখ্যা:- (মোট: ১৯৪১৫ জন) পুরুষ ভোটার- ৯৫৬৩ জন, মহিলা ভোটার সংখ্যা ৯৮৫২ জন। (২০১৬ সালের তথ্য অনুযায়ী)।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে স্থানীয় লোকজন ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার পর থেকে চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পালন করেছেন- আব্দুর রাশিদ চৌধুরী, দায়মুল্লাহ, লিপাই মিয়া, এরশাদ আলী, আবু শহিদ চৌধুরী, মোঃ আবু সাঈদ, মোঃ ছালিক মিয়া, ২০১৬ থেকে ফের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়ে দায়ীত্ব পালন করছেন আবু সাইদ এওলা মিয়া।
এবার নির্বাচনেও সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় আলোচনায় রয়েছেন-:- বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, সাবেক চেয়ারম্যান ছালিক মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী চাঁন মিয়া, কন্ঠশিল্পী ও ইউনিয়নের আলোচিত সাবেক চেয়ারম্যান লিফাই মিয়ার পুত্র সিলেট স্বেচ্ছাসেবকলীগ নেতা রানা শেখ, লন্ডন প্রবাসী ফারুক আহমেদ। আগামী নির্বাচনকে সামনে রেখে তারা বিভিন্ন কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
পর্ব-৮ আসন্ন ইউপি নির্বাচন : আউশকান্দি ইউনিয়নে আলোচনায় যারা !
পর্ব-7 আসন্ন দীঘলবাক ইউনিয়ন পরিষদ নির্বাচন : আলোচনায় যারা !
পর্ব-৬ আসন্ন নির্বাচনে ইনাতগঞ্জ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী যারা !
পর্ব-৫ আসন্ন নির্বাচনে ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নানা প্রতিশ্রুতি
পর্ব-৪ নবীগঞ্জে ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে আলোচনায় যারা
পর্ব-৩ দেবপাড়া ইউপি নির্বাচনী হালচাল : আলোচনায় যারা
পর্ব-২ গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের ছড়াছড়ি : আলোচনায় যারা
পর্ব-১ আসছে নির্বাচনে নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নে প্রার্থী যারা