৯ ঘণ্টার অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২০, ৮:১৫ অপরাহ্ণ
পুলিশের প্রায় ৯ ঘণ্টার টানা অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামি রুপা মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৩ জুলাই মোগলাবাজার থানার সোনাপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে মো. রাহিদ মিয়া (২৫)-কে হত্যা করা হয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং- ১৩ (২৩/০৭/২০২০)।
দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে মোগলাবাজার থানার একদল পুলিশ গতকাল সোমবার (৩১ আগস্ট) মোগলাবাজার থানার বিভ্ন্নি স্থানে প্রায় ৯ ঘন্টার টানা অভিযান পরিচালনা করে। পরে সোমবার দিবাগত (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে সিলেট শহরতলির শাহপরান মাজার গেইট থেকে মামলার ৩নং আসামি রুপা মিয়া (৪২)-কে আটক করে পুলিশ।
আটক রুপা মিয়া মোগলাবাজার থানার সোনাপুর গ্রামের মৃত চান মিয়া (চান্দই মিয়া)-এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রুপা মিয়াকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে
