২৫০ জন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২০, ৭:০১ অপরাহ্ণ
ভোলার চরফ্যাশন উপজেলার পরিষদের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে করোনা স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠানের মাধ্যমে চরফ্যাসন উপজেলা পরিষদের উদ্যোগে ২৫০জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে ৫০০,০০০( পাঁচ লক্ষ টাকা) উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি। চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

