২০ দিনে ভার্চুয়াল কোর্টে জামিন পেল ৪৮৯ কিশোর
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২০, ৩:১৭ অপরাহ্ণফৌজদারি মামলায় অভিযুক্ত ৪৮৯ কিশোরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সারা দেশে তিন শতাধিক নিম্ন আদালত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুনানি নিয়ে গত ২০ কর্মদিবসে ৩৩ হাজার ১৫৫টি জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
এর মধ্যে ৪৮৯ কিশোরের জামিন আবেদন ছিল। শিশু উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তি পাওয়ার পরে ৪৮৯ কিশোরের মধ্যে ৪৬০ জনকে তাদের অভিভাবকের হাতে হস্তান্তর করা হয়েছে। গত পাঁচ কর্মদিবসে পাঁচ হাজার ৬৭৫ জনের জামিন মঞ্জুর করেন। এ সময় মোট ৬০ হাজার ৩৮৯টি জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।