১১ মাসের ছেলেকে বাঁচাতে অসহায় মা-বাবার আকুতি !

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২০, ৯:২৫ অপরাহ্ণ
১১ মাস বয়সী শিশু হোসাইন আহমেদ জন্মের পর থেকেই এক জটিল রোগে আক্রান্ত। তার চিকিৎসায় আর্থিক সাহায্য চেয়েছেন তার বাবা অলি মিয়া ও মা হাজেরা বেগম। শিশু হোসাইন জন্মের পর থেকেই Hirschsprung’s disease রোগে আক্রান্ত। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করালেও কোন সমাধান হয়নি। এখন অপারেশন করতে অনেক টাকা প্রয়োজন।
জানা যায়, নবীগঞ্জ ওসমানী রোডের আনিছ মঞ্জিলের বাসিন্দা অলি মিয়া পেশায় একজন দিন মজুর। তার পরিবারে স্ত্রী ও ৬ সন্তান। তার রোজগারে পরিবারে নুন আনতেই পান্তা ফুরায়। এরই মধ্যে তার ছোট শিশু সন্তান হোসাইন আহমেদ ওই জটিল রোগে আক্রান্ত।
ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। সবশেষ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। আরো ৭-৮ দিন পর তার এই জটিল রোগের জন্য অপারেশন করাতে হবে। চিকিৎসা খরচ ব্যয়বহুল হওয়ায় এই দিনমজুরের পক্ষে সন্তানের ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় আর্থিক সহায়তার জন্য সমাজের বিত্তশালীদের প্রতি অনুরোধ জানান শিশু হোসাইন আহমেদ এর বাবা অলি মিয়া ও মা হাজেরা বেগম।
তাদের বর্তমান ঠিকানা: আনিছ মঞ্জিল, (কপি হাউজের সামনে) ওসমানী রোড, নবীগঞ্জ।
যেকোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: ০১৭১৭-৭৩২২৬২ (সাহেদ), ০১৩০৩৩৯৫১১৩ (জাগো নিউজ অফিস)।
