হ্যাকারদের কবলে জাগো নিউজের ফেসবুক পেইজ : বিভ্রান্ত না হওয়ার আহ্বান

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২২, ২:৫২ অপরাহ্ণ

জনপ্রিয় নিউজ পোর্টাল জাগো ডট নিউজ এর ফেসবুক পেইজ Jago News – জাগো নিউজ হ্যাকার নিয়ন্ত্রণে রয়েছে। বিভিন্ন অশ্লিল ছবি-ভিডিও পোস্ট করে পাঠককে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় জাগো ডট নিউজ এর ফেসবুক পেইজ Jago News – জাগো নিউজ এর সকল এডমিন-এডিটর-মডারেটরকে কন্টোল প্যানেল থেকে রিমুভ করা হয়েছে।
বতর্মানে জনপ্রিয় নিউজ পোর্টাল জাগো ডট নিউজ এর ফেসবুক পেইজ Jago News – জাগো নিউজ সম্পূন্নরূপে হ্যাকার নিয়ন্ত্রণে রয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে- জাগো নিউজ কর্তৃপক্ষ পাঠকসহ সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছে।

