হাওরে নৌকাভ্রমনে গিয়ে ১৭ জনের প্রাণহানি
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২০, ১:৩৪ অপরাহ্ণনেত্রকোনার মদনে হাওরে বেড়াতে গিয়ে আজ বুধবার দুপুরে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারালেন ১৭ জন। এখনো দুজন নিখোঁজ আছেন।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরের একটি মাদ্রাসার শিক্ষার্থী–শিক্ষকেরা মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরে বেড়াতে যান। হাওরের উচিতপুর ঘাটে বেলা দুইটার দিকে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। সেখান থেকে বেলা তিনটা পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে তাৎক্ষণিক আর কোনো তথ্য জানা যায়নি।