হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন শেখ জামাল হোসাইন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ১:৪৯ পূর্বাহ্ণদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসাইন।
সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসাইন ইতিপূর্বে নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি ও ১৯৯৫-৯৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ ইনাতগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
শেখ জামাল হোসাইন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের কৃতি সন্তান। নির্বাচনী এলাকায় নবীগঞ্জ-বাহুবল উপজেলায় করোনা মহামারী বন্যাসহ বিভিন্ন দুর্যোগময় মুহুর্তে শেখ জামাল হোসাইন মানুষের পাশে ছিলেন এবং তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন।