হবিগঞ্জ সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোগীর স্বজনরা জানান, আগুন থেকে বাঁচতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে হুড়াহুড়ি করে বের হতে গিয়ে কমপক্ষে ১০ রোগী আহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিন শতাধিক রোগী।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ছাদে আগুনের সূত্রপাত হয়। আগুনের বিষয়টি জানাজানি হলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগীরা দ্রুত বের হন। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।