হবিগঞ্জ শহরের প্রধান সড়ক পানির নিচে : নৌকা দিয়ে যাতায়াত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২২, ৭:০৩ অপরাহ্ণ
এক মাসের ব্যবধানে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এতে কষ্টে দিন পার করছেন সিলেট বিভাগের এই দুই জেলার মানুষ। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। বন্যাদুর্গত মানুষদের উদ্ধারে ইতিমধ্যে সেনাবাহিনী কাজ করছে।
উজানের পাহাড়ি ঢল ও মুষলধারায় বৃষ্টির ফলে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা,খোয়াইসহ অন্যান্য নদ-নদীর পানি। মুষলধারার বৃষ্টির ফলে হবিগঞ্জ শহরে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৭ জুন) বিকেলে হবিগঞ্জ শহরের প্রধান সড়কে নৌকা দিয়ে স্থানীয়দের যাতায়াত করতে দেখা দেখা গেছে।
শহরের পুরান মুন্সেফী, বানিজ্যিক এলাকা, চিড়াকান্দি, আহসানিয়া মিশন, নজির সুপার মার্কেট এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়িতে প্রবেশ করেছে পানি। পানি ভেঙে শহরের প্রধান সড়ক দিয়ে চলাচল করছে যানবাহন। শহরের নজির সুপার মার্কেট এলাকায় নৌকা দিয়ে যাতায়াত করতে দেখক গেছে স্থানীয়দের।
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, সকালে সকল উপজেলার ইউএনওদের সাথে মিটিং করেছি, ক্রমাগত নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে শুকনো খাবার প্রস্তুত করে রাখা হয়েছে, বন্যার সকল আগাম প্রস্তুতি আমাদের রয়েছে।
তিনি বলেন- ′লোকালয়ে পানি প্রবেশ করলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।’

