২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে হবিগঞ্জ পৌরসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র দাখিল করেছেন মেয়র ও সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা।
(০২ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মো. সাদেকুল ইসলামের নিকট নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। তারা হলেন- বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ বিদ্রোহী) মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম, বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক সেলিম, স্বতন্ত্র প্রার্থী মো. ইসলাম তরফদার তনু (বিএনপি বিদ্রোহী), বশিরুল আলম কাউছার, মো. সামছুল হুদা, গাজী মোহাম্মদ পারভেজ হাসান।
এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মো. সাদেকুল ইসলাম বলেন- মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভায় ভোট হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। (২৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে পুরুষ-নারী ৫০৯০৩জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫২৮৩জন ও নারী ভোটার ২৫৬২০জন । এ দিন সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।