হবিগঞ্জ পৌর নির্বাচন আ.লীগ প্রার্থী সেলিম বিজয়ী

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ৭:২০ অপরাহ্ণ
হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম (নৌকা) প্রতীকে ১৩ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার (২৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে সকাল ৮ টা থেকে নিরবিচ্ছিন্ন-শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম)এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন প্রার্থীরা।
