হবিগঞ্জ জেলা ‘রেড জোন’ : হচ্ছে লকডাউন !

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২০, ১০:২৪ পূর্বাহ্ণ
করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্রুত বিস্তারে এবার হবিগঞ্জ জেলাকে ‘রেড জোন’ বিবেচনা করা হচ্ছে। এজন্য দেশের ৫০টি জেলার সঙ্গে রেড জোনের তালিকায় উঠে এসেছে হবিগঞ্জ জেলার নাম।
ফলে করোনার প্রকোপ থেকে জনসাধারণের সুরক্ষায় ফের লকডাউনে হবিগঞ্জ। সূত্র বলছে- হবিগঞ্জ জেলাকে সম্পূর্ণ লকডাউন (রেড জোন) করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (৭ মে) সকাল থেকে স্বাস্থ্য অধিদফতর এই লকডাউন কার্যকরের জন্য ব্যবস্থা নিয়েছে। এর আগে শনিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনা তথ্য সম্পর্কিত ওয়েবসাইট এ তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় অন্যান্য জেলার সাথে হবিগঞ্জ জেলাকে রেড জোনের আওতাভুক্ত করে পুরোপুরি লকডাউন ঘোষনা করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) দেখানো হচ্ছে। আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি। উল্লেখ্য- এই পর্যন্ত হবিগঞ্জ জেলায় ২০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদেম মৃতের সংখ্যা ১। সুস্থ হয়েছেন ১২১ জন।

