হবিগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহেদ গাজী করোনা ভাইরাসে আক্রান্ত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২০, ৭:১৪ অপরাহ্ণকরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির ছোট ভাই ও হবিগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি গাজী মোহাম্মদ শাহেদ।
সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানায়।
বর্তমানে তিনি সিলেট লামা বাজারস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি গাজী মোহাম্মদ শাহেদ “জাগো নিউজ” কে বলেন, হঠাৎ করে শরীর খারাপ হওয়ায় ও শরীরে অল্প জ্বর থাকায় রবিবার আমি করোনা টেস্টের জন্য নমুনা দেই, সোমবার করোনা পজিটিভ আসে, বর্তমানে শরীরে জ্বর নেই।
তিনি দেশবাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
করোনাকালে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের ব্যক্তিগত অর্থয়ানে দেয়া খাদ্য সামগ্রী বিভিন্ন এলাকায় ঘরে ঘরে পৌছে দেন গাজী মোহাম্মদ শাহেদ।