হবিগঞ্জ জেলায় আরো ৩৭ জনের করোনা শনাক্ত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২০, ২:০৭ অপরাহ্ণহবিগঞ্জ জেলায় আরো ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে এ তথ্য ‘জাগো নিউজ’কে নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, আজ ঢাকা থেকে জেলায় এ ৩৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে জেলার সদরে ১৬ জন, নবীগঞ্জ উপজেলায় ৫, চুনারুঘাট উপজেলায় ৫ জন ও মাধবপুর উপজেলায় ১ জন, বাহুবল উপজেলায় ৫ জন, বানিয়াচং উপজেলায় ৫ জন রয়েছেন ।
নতুন আক্রান্ত হওয়া এই ৩৭ জনকে নিয়ে হবিগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫৯ জনে ও সুস্থ হয়েছেন ২৯৫ জন। এছাড়া জেলায় মারা গিয়েছেন ৬ জন।