কঠোর লকডাউনের ৩য় দিনে সরকারি বিধি নিষেধ প্রতিপালন করতে হবিগঞ্জ সদরসহ ৯টি উপজেলায় কঠোর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী টহল দিয়েছে। এসময় ৮০জন ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা দেয়া হয়েছে। এতে ১ লক্ষ ৬০ হাজার ১ শ টাকা জরিমানা করা হয়।
শনিবার (৩ জুলাই) সকাল থেকেই বিকেল পর্যন্ত জেলা সদর ও ৯টি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ জরিমানা করা হয়।
সকাল থেকে জেলা সদরসহ নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলায় ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, আনসার, র্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীসহকারে কোর্ট কঠোর লকডাউন কার্যকর করতে ১২টি মোবাইল পরিচালনা করা হয়।
এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, অকারণে বাইরে ঘুরাফেরা করা এবং মাস্ক না পড়াসহ বিভিন্ন অপরাধে ৮০জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এতে ১ লক্ষ ৬০ হাজার ১ শ টাকা জরিমানা করা হয়।
শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসন থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।