হবিগঞ্জে ২০ অক্টোবর ১ চেয়ারম্যান ও ৪ ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২০, ৪:৪৪ অপরাহ্ণহবিগঞ্জ জেলার ১টি চেয়ারম্যান ও ৪টি ওয়ার্ডে সদস্য পদে ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে নির্বাচন হবে আগামী ২০ অক্টোবর। আনুষ্ঠানিক ভাবে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামীকাল নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী তফসিল চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানান। মঙ্গলবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তারদের জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন।
সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সদস্য, শাহজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে, বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য পদে, লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য পদে এবং বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ ৩ অক্টোবর।