হবিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ণমাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে হবিগঞ্জে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময় বজ্রাঘাতে আহত হয়েছেন আরও ৩ জন। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বজ্রাঘাতে নিহতরা হলেন,হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রনিয়া গ্রামের মারফত আলী (১৭), একই গ্রামের রবিন মিয়া (১৭) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের ছন্ডিপুর গ্রামের আসকির মিয়া (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (৬ জুন) সকালে ৫ কিশোর আজমিরীগঞ্জের হাওরে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ২ কিশোর মারা যায় ও ৩ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, লাশ থানায় রাখা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, শনিবার দুপুরে নিহত আসকির মিয়া হাওরে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টির সঙ্গে হওয়া বজ্রপাতে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।