হবিগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২০, ৮:৪৩ অপরাহ্ণহবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় বাসচাপায় সাইফুল ইসলাম (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল একই উপজেলার সৈয়দপুর গ্রামের ছুরুক মিয়ার ছেলে। তিনি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নৈশপ্রহরী ছিলেন বলে জানা গেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, মোটরসাইকেলে করে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জের দিকে যাচ্ছিলেন সাইফুল। পথে ধুলিয়াখাল এলাকায় তিন রাস্তার মোড়ে এলে যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহন হন সাইফুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।