Logo

হবিগঞ্জে পুলিশের সাবেক আইজিপির বাড়িতে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২

image_pdfimage_print

হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশায় পুলিশের সাবেক আইজিপি মোতাব্বির হোসেন চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িতদের ধরতে বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে পুলিশ

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোর পর্যন্ত আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে পুলিশের একাধিক টিম সাড়াঁশি অভিযান চালিয়ে কাউকে গ্রেফতার করতে পারেনি ।

জানা যায়- বুধবার (২৪ আগস্ট) ভোরে সাবেক আইজিপির ভাতিজা সৌদি আরব প্রবাসী ও শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীর ঘরে একদল ডাকাত অস্ত্রসহ প্রবেশ করে । এসময় ডাকাতরা জাহাঙ্গীর আলমের স্ত্রীর গলায় রামদা ধরে ও তার ভাগ্নের চোখ, হাত-পা বেঁধে স্বর্ণালংকার, মোবাইল সেট ও নগদ টাকাসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রী রোজিনা আক্তার বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করেন।

সাবেক আইজিপির ভাতিজা সৌদিআরব প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বুধবার ভোর রাতে একদল ডাকাতদল তার ঘরে ঢুকে তার স্ত্রী ও মাকে রামদা দেখিয়ে একটি কক্ষে তালাবদ্ধ করে ফেলে। এসময় ডাকাতরা তার স্কুল পড়ুয়া ভাগ্নেকে ধরে চোখ ও হাত-পা বেধে ফেলে। তার ভাগ্নে চিৎকার করলে মুখোশধারী ডাকাতরা বলে ‘তুই চিল্লাইলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তরে মাইরা লাইমো। জাহাঙ্গীর চৌধুরী বলেন, ডাকাতরা যেহেতু আমার ভাগ্নে যে প্রাইভেট পড়ে জানে, তাহলে তারা এলাকার ডাকাতই হবে।

এ প্রসঙ্গে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক আইজিপির বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারে সাড়াঁশি অভিযান চলছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে আশা করছি খুব দ্রুত জড়িতদের গ্রেফতার করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !