হবিগঞ্জে নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২০, ৬:৫৫ অপরাহ্ণহবিগঞ্জে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৪ জনের করোনা শনাক্ত হয়।
‘‘জাগো নিউজ’’কে এ তথ্য জানিয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ১০জন, সদর উপজেলার ২ জন, নবীগঞ্জের ১ জন ও আজমিরিগঞ্জের ১ জন রয়েছেন।
নতুন ১৪ নিয়ে হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০৮ জনের। আর সিলেট বিভাগে এ সংখ্যা ১৩৫৮ জন।
এরআগে শুক্রবার দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ২২ জনের করোনা শনাক্ত হয়।