হবিগঞ্জে ট্রাক্টর চাপায় মসজিদের ইমাম নিহত
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণহবিগঞ্জ শহরতলীর লুকড়া বাজারে ট্রাক্টরের চাপায় হাফেজ নুর উদ্দিন (৫০) নামে মোটরসাইকেল আরোহী এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে লুকড়া ইউনিয়নের লুকড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ নুর উদ্দিন (৫০) হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ওলাখাই উপজেলার লাকনাউক গ্রামের মৃত ছায়েদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়- দুপুরে হাফেজ নুর উদ্দিন মোটরসাইকেল যোগে হুরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে লুকড়া বাজারে পৌছামাত্রই একটি ট্রাক্টর পিছন দিক থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বিভাবরী দাস নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।