হবিগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:২১ পূর্বাহ্ণ
‘মুজিব বর্ষের অঙ্গিকার ঘরে ঘরে গ্রন্থাগার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৪র্থ ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ২০২১ পালিত হয়েছে।
শুক্রবার ( ৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহীদ উদ্দীন চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, সহকারী কমিশনার আফিয়া আমিন পাপ্পা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান সাইফুল ইসলাম প্রমুখ।
