হবিগঞ্জে চিকিৎসা নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২০, ৪:৫৭ অপরাহ্ণহবিগঞ্জ শহর থেকে চিকিৎসা নিয়ে ফেরার পথে ইজিবাইকের চাকায় শাড়ি প্যাচিয়ে জবেদা খাতুন (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার কান্দিগাঁও গ্রামের লাবু মিয়ার স্ত্রী।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে দুপুরে শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সুনামগঞ্জ থেকে চিকিৎসার উদ্দেশ্যে ভাতিজা আজমল মিয়াকে সঙ্গে নিয়ে হবিগঞ্জ শহরে আসেন জবেদা। চিকিৎসা শেষে দুপুরে বাড়ি ফিরছিলেন। সোনালি ব্যাংকের সামন থেকে শহরের চৌধুরী বাজারের উদ্দেশ্যে ইজিবাইকে ওঠেন তারা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছলে ইজিবাইকের চাকার সঙ্গে শাড়ি প্যাচ লেগে নিচে পড়ে যান জবেদা। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান সাথে থাকা আজমল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ওই নারীর মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য জবেদা খাতুনের মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।