হবিগঞ্জে গৃহবধুর লাশ উদ্ধার : হত্যা না আত্মহত্যা ?
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২০, ৯:২১ অপরাহ্ণহবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিন সাঙ্গর থেকে জেসমিন আক্তার (২০) এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
সে একই গ্রামের জুনাইদ মিয়ার স্ত্রী। স্থানীয় লোকজন জানান, প্রায় ৮ মাস পূর্বে আছকির মিয়ার কন্যা জেসমিন আক্তারকে একই গ্রামের জুনাঈদ মিয়ার সাথে বিয়ে দেয়া হয় । বিয়ের পর থেকেই তাদের মধ্য বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হত।
মঙ্গলবার রাতে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়। রাত প্রায় ৩ টার দিকে জেসমিন আত্মহত্যা করেছে বলে এলাকায় গুঞ্জন পড়ে।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, জেসমিন আক্তারকে হত্যা করে তীরের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। লাশের শরীরের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ ঘটনার পর থেকে তার স্বামী জুনাইদ মিয়া পলাতক রয়েছে।