Logo

হবিগঞ্জে খোয়াই নদীর তীরে উচ্ছেদ অভিযানে প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট / ১৮২ বার পঠিত
জাগো নিউজ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

হবিগঞ্জে খোয়াই নদীর তীরে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন এ অভিযান শুরু করে। এ সময় বেশ কিছু বাড়ি ও দোকানঘর গুড়িয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মন্ডল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মন্ডল ‘জাগো নিউজ’কে জানান, শহরতলীর মাছুলিয়া ব্রিজের কাছে খোয়াই নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার ‘জাগো নিউজ’কে  জানান, বৃহস্পতিবার প্রথম দিনে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে।


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !