হবিগঞ্জে একদিনে ছাত্রদলের ১৯ কমিটি অনুমোদন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২০, ৫:০৪ অপরাহ্ণহবিগঞ্জে একদিনে ছাত্রদলের ১৯ ইউনিটের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জেলায় এর আগে কখনও কোনো ছাত্র সংগঠনের একসঙ্গে এতগুলো কমিটি হয়নি।
জেলা ছাত্রদলের সভাপতি মো. এমদাদুল হক এমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাতে কমিটিগুলোর অনুমোদন দেন। তারা আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে।
হবিগঞ্জে ছাত্রদলের মোট ইউনিট ২৬টি। এর মাঝে একদিনেই ১৯টি অনুমোদন দেয়া হল। বাকি ৭টি কমিটি শিগগিরই অনুমোদন হবে বলে জানান জেলা ছাত্রদল সভাপতি।
একদিনে অনুমোদন দেওয়া কমিটিগুলো হল- বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর, শায়েস্তাগঞ্জ উপজেলা, শায়েস্তাগঞ্জ পৌর, লাখাই মুক্তিযোদ্ধা কলেজ, বানিয়াচং উপজেলা, বানিয়াচং সরকারি জনাব আলী ডিগ্রী কলেজ, আজমিরীগঞ্জ উপজেলা, আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজ, বাহুবল উপজেলা, মিরপুর আলিফ সোবহান সরকারি কলেজ, নবীগঞ্জ পৌর, নবীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ, চুনারুঘাট পৌর, চুনারুঘাট সরকারি কলেজ, মাধবপুর উপজেলা, মাধবপুর পৌর ও মনতলা শাহজালাল সরকারি কলেজ শাখা।
জেলা ছাত্র দলের সভাপতি মো. এমদাদুল হক এমরান বাংলানিউজকে বলেন, সর্বোচ্চ ১৫ বছর ধরে সংগঠনের কোনো কোনো ইউনিটের নেতৃবৃন্দ দায়িত্ব পালন করছেন। নেতাকর্মীদের মাঝে গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে গত প্রায় ৬ মাসে নতুন কমিটিগুলো তৈরী হয়েছে। কেন্দ্রের নির্দেশ মোতাবেক ১৯টি ইউনিটের কমিটি ঘোষণা করা হল। বাকি রয়েছে আরও সাতটি। শিগগিরই সেগুলোও ঘোষণা করা হবে বলেও জানান এমরান।
নবগঠিত ১৯ ইউনিট ছাত্রদলের কমিটিতে যারা আছেন পর্যায়ক্রমে তাদের তালিকা প্রকাশ করা হলঃ
বৃন্দাবন সরকারি কলেজ–
আহবায়ক শফিকুল ইসলাম রুয়েল, যুগ্ম আহবায়ক আরেফিন আবদাল রিয়াদ, আব্দুল আল মামুন, আরিফুল ইসলাম, শাহ আলীম তালুকদার, মোজাম্মেল হোসেন জুমন, মশিউর রহমান টিপু, গোলাম আজম চৌধুরী ওয়াক্কি, মহিদুল ইসলাম, হেলাল আহমেদ বাবু ও সদস্য সচিব আবিদুর রহমান রাকিবসহ দশজন সদস্য।
হবিগঞ্জ সদর উপজেলা —
আহবায়ক শাহ রেজুয়ানুল মতিন টুটুল, যুগ্ম আহবায়ক শেখ রাসেল, হানিফ আহম্মেদ নিরব, একেএম বদরুদ্দোজা রানা, রুমন মিয়া, সোহাগ মিয়া, মামুন মিয়া, সাইফুর রহমান তালুকদার তানভীর, আজিজুর রহমান, জাহিদুল ইসলাম সাগর, সুমন মিয়া, আহসানুল মাহবুব মাহী, মেজবাহ উদ্দিন সাদেক ও সদস্য সচিব নাজমুল হোসেন অনিসহ আরো ৭ সদস্য।
হবিগঞ্জ পৌর শাখা —
আহবায়ক আল আমিন সরদার, যুগ্ম আহবায়ক সৈয়দ আশরাফ আহমেদ, শাহ মাজহারুল ইসলাম রাব্বী, এম সাইফুর রহমান, নজমুল আলম, সাফায়াত রহমান খান তোফা, রুকন মিয়া, পারভেজ মোল্লা, আশিকুর রহমান খান মজনু, জুয়েল মিয়া, ফাইজুর রহমান ইব্রাহিম ও সদস্য সচিব ইলিয়াছ আলী তালুকদারসহ আরো ৯ জন সদস্য।
শায়েস্তাগঞ্জ উপজেলা–
আহবায়ক সামসুল ইসলাম রিপন, যুগ্ম আহবায়ক খলিলুর রহমান মাসুম, দুলাল মিয়া, আব্দুল্লাহ পারভেজ, লিটন মিয়া, হাবিবুর বাহার মোহন, রাজন খান ও সদস্য সচিব নূরে আলম মামুনসহ আরো ১২ জন সদস্য।
শায়েস্তাঞ্জ পৌর শাখা —
আহবায়ক মনিরুল হক সাজু, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, রুবেল মিয়া, রাইসুল ইসলাম জুমন, আব্দুল কাদির সুমন, পারভেজ মিয়া, হাবিবুর রহমান রাসেল, সোহেল রানা, তোরাব আলী ও সদস্য সচিব মহিউদ্দিনসহ আরো ১১ জন সদস্য।
লাখাই মুক্তিযোদ্ধা কলেজ–
আহবায়ক শাকিব আহমেদ, যুগ্ম আহবায়ক রিয়াজুল করিম স্বপন, আফজাল মিয়া, রিয়াদ মিয়া, সুজন মিয়া, জাহেদুল ইসলাম ও সদস্য সচিব সপন মিয়াসহ আরো দশজন সদস্য।
নবীগঞ্জ পৌর শাখা–
আহবায়ক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী, ফেরদৌস হাসান অনিক, শেখ আবু সালেহ, হুমায়ুন কবির, কপিল মিয়া, আনোয়ার হোসেন, সামিউজ্জামান, বদরুল আলম লিমন ও সদস্য সচিব অনির্বান নাগ অনিসহ আরো সাতজন সদস্য।
নবীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ–
আহবায়ক মনিরুজ্জামান শায়েখ, যুগ্ম আহবায়ক জুমন আহমেদ, হোসাইন আহমেদ তালুকদার, কপিল মিয়া, আতাউর রহমান শামীম, কাজী খোকন ও সদস্য সচিব সৈয়দ শিহাবসহ আরো ১৩ জন সদস্য।
মাধবপুর উপজেলা–
আহবায়ক মারুফ মিয়া, যুগ্ম আহবায়ক সেজানুর রহমান মোজাম্মেল, নোমানুল ইসলাম চৌধুরী উজ্জ্বল, সাব্বির আহমেদ বকুল, মনিরুল ইসলাম মন্টি, মোঃ আল আমিন, সজিব মিয়া, রুহুল আমীন ও সদস্য সচিব জামিল চৌধুরীসহ আরো ১২ জন সদস্য।
মাধবপুর মনতলা শাহজালাল সরকারি কলেজ–
আহবায়ক টিপু চৌধুরী, যুগ্ম আহবায়ক জাকির চৌধুরী, জিয়াউর রহমান, আরমান আহমেদ, বাহার উদ্দিন সাগর ও সদস্য সচিব ফরহাদ মিয়াসহ আরো সাতজন সদস্য।
মাধবপুর পৌর শাখা–
আহবায়ক রিপন মিয়া, যুগ্ম আহবায়ক রিয়াদ আহমেদ, শেখ জাহান রনি, সেজান আহমেদ, জুলাস উদ্দিন, ইমরান খান, জুয়েল আহমেদ সাব্বির, মঈনুল ইসলাম ও সদস্য সচিব খায়রুল আরাফাত রাজসহ আরো ১১ জন সদস্য।
বানিয়াচং উপজেলা–
আহবায়ক মোবাশ্বির আহমেদ মজনু, যুগ্ম আহবায়ক জহির লস্কর, লিটন ঠাকুর, দেলোয়ার হোসেন, আবুল বাশার, শেখ রাসেল, এমদাদুল ইসলাম রকি, শিশির উদ্দিন খান, আনোয়ার হোসেন নেছার, ইজাজুল ইসলাম, নূর উদ্দিন আহমেদ সাগর, সৈকত হোসেন খান ও সদস্য সচিব শরীফ উদ্দিন আহমেদ ঠাকুরসহ আরো ৮ জন সদস্য।
বানিয়াচং সরকারি জনাব আলী ডিগ্রী কলেজ–
আহবায়ক শেখ বাকের আহমেদ, যুগ্ম আহবায়ক শেখ তারেক মিয়া, নওশেদ মিয়া, সাফায়েত জামান, এমদাদুল হক বাবু, ইমরান মিয়া ও সদস্য সচিব আশরাফুজ্জামান মুবিনসহ আরো ৭ জন সদস্য।
বাহুবল উপজেলা–
আহবায়ক লুৎফুর রহমান চৌধুরী সুজন, যুগ্ম আহবায়ক মোবাশ্বির মিয়া, ছগির তালুকদার, আবুল বাসেত মুক্তার, দেলোয়ার হোসেন, পীর ফজলুর রহমান, বদরুল আলম বদরুল, খালেক মিয়া, নাসির উদ্দিন সুমন, সাখাওয়াত হোসেন সৌরভ, তৌহিদুল বাহার হৃদয় ও সদস্য সচিব সপন তালুকদারসহ আরো ৯ জন সদস্য।
মিরপুর আলিফ সোবাহন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ–
আহবায়ক মোজাহিদ আলম রুমান, যুগ্ম আহবায়ক শাহিদ মিয়া মহালদার, আব্দুল আজিজ মুরাদ, হাফিজুর রহমান, চয়ন চৌধুরী, হাবিবুর রহমান সুজন, আলফু মিয়া, আবুল কাশেম তালুকদার ও সদস্য সচিব জাকির আলম সাকিলসহ আরো ১২ জন সদস্য।
চুনারুঘাট পৌর শাখা–
আহবায়ক সাইফুর রহমান সুজন, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সোহাগ, জসিম উদ্দিন, শাহিন মিয়া, সৈয়দ কামরুল হাসান পলেন, হাবিবুর রহমান নাহিদ, জাকির হোসেন, আহাদ আলী সুবেল ও সদস্য সচিব শাহ আলম পান্থসহ আরো ১২ জন সদস্য।
চুনারুঘাট সরকারি কলেজ–
আহবায়ক, আশিক মিয়া ফরহাদ, যুগ্ম আহবায়ক কুতুব আলী মীর, সাজ্জাদুর রহমান আনিক, পারভেজ মিয়া, জুয়েল মিয়া, সোহাগ মিয়া (মতিউর রহমান), মোস্তাক কামাল হৃদয়, ফয়সল আহমেদ, নাঈম আহমেদ, সদস্য সচিব মহিউদ্দিন নাসিমসহ আরো ১০ জন সদস্য।
আজমিরীগঞ্জ উপজেলা–
আহবায়ক জিবলু আহমেদ, যুগ্ম আহবায়ক সুহেল আহমেদ চৌধুরী, ইমরান মিয়া, তানিম আহমেদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, নাঈম আহমেদ, মেহেদী হাসান মিশু, জাহাঙ্গীর মিয়া, পারভেজ আহমেদ, আজমল হোসেন ও সদস্য সচিব পিয়ার আহমেদসহ ১০ জন সদস্য।
আজমিরীঞ্জ সরকারি কলেজ ঃ
আহবায়ক ফখরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহিনুর আলম, নজরুল ইসলাম, তারেক রহমান, শাহাদাত হোসেন ও সদস্য সচিব তোফাজ্জুল মিয়াসহ আরো ৯ জন সদস্য।