হবিগঞ্জে ‘আর্ট মানিয়া’ অফিস উদ্বোধন করেছেন মেয়র মিজান
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২ পূর্বাহ্ণহবিগঞ্জে ইভেন্ট ম্যানেজমেন্টের ‘আর্ট মানিয়া’ অফিস উদ্বোধন করেছেন হবিগঞ্জ পৌর সভার মেয়র মো. মিজানুর রহমান মিজান।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে শহরের টাউন হল রোডের এ.আর প্লাজা মার্কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মুহিবুর রহমান চৌধুরী, মোঃ শহীদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, টেলিটোন ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী তপন দেব, ব্লো জুনের ব্যবসায়ী হাবিবুর রহমান উজ্জ্বল, আর্ট মানিয়া প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ফটোগ্রাফার রায়হানুর রহমান চৌধুরী, সাংবাদিক সানিউর রহমান তালুকদার, আর্ট মানিয়ার সদস্য নয়েল চৌধুরী, শেখ মাহী, জি.এ কায়েস, ইশফাক আহমেদ সিয়াম, আব্দুল্লাহ আমিন, শাহরিয়ার সাকিব ও জুবায়ের শুভ প্রমুখ।
উল্লেখ্য, ওই প্রতিষ্ঠানে বিয়ে, গায়ে হলুদ, স্টেজ প্রোগ্রাম, বার্থডে পার্টিসহ প্যাকেজ অনুযায়ী যেকোনো অনুষ্ঠানের নিখুঁতভাবে ভিডিও-ফটোগ্রাফির যাবতীয় কাজ করা হয়।