হবিগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২:১৮ পূর্বাহ্ণ“সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে” ও “তথ্য অধিকার সংকটে হাতিয়ার এই প্রতিপাদ্যকে সামনে সারাদেশের ন্যায় হবিগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
দিবসটি উপলক্ষে গতকাল সোমবার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহিরসহ জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং ইলেকট্রনিক- প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ অন্যরা।