হবিগঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মনোনীত হয়েছেন শামছ উদ্দিন খান
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ১১:১৬ অপরাহ্ণহবিগঞ্জ জেলার পুলিশ ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের মধ্যে নভেম্বর-২০২২ এর শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মনোনীত হয়েছেন নবীগঞ্জের গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামছ উদ্দিন খান।
বুধবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মনোনীত হওয়ায় পুলিশ সুপার এস এম মুরাদ আলীর হাত থেকে সম্মননা স্বারক গ্রহণ করেন গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামছ উদ্দিন খান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপারসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।