হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
শনিবার (০৩ জুলাই) দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সারাদেশে চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান মাঠে ছিলেন । এর পর জেলা প্রশাসকের করোনার উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য কর্মীরা তার নমুনা সংগ্রহ করেন।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
শুক্রবারও (০২ জুলাই) তিনি জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করেছেন।