হবিগঞ্জের চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে লাখাইয়ে মানববন্ধন

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২০, ৮:২৫ অপরাহ্ণ
দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায় দৈনিক প্রভাকরের চার সাংবাদিকের নামে বাঘাসুরা ইউপি চেয়ারম্যান কর্তৃক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লাখাই উপজেলা প্রেসক্লাব ও লাখাই অনলাইন প্রেসক্লাব।
শনিবার ( ৩১ অক্টোবর) সকাল ১১ টায় লাখাই উপজেলা গেইটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক , সহ সভাপতি জুনাইদ চৌধুরী, সাধারণ সম্পাদক নিতেশ দেব , সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ বিজয়, দপ্তর সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস , সেলিমুর রহমান চৌধুরী, আব্দুল হান্নান ।
এছাড়াও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রভাকরের পাঠকসমাজ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যে মামলার তীব্র নিন্দা সহ অবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানান বক্তারা।
- চেয়ারম্যানের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় চার সাংবাদিকের উপর মামলা
- হবিগঞ্জে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন
- হবিগঞ্জে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

