স্বামীর হাতে স্ত্রী খুন !
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২০, ৭:১১ অপরাহ্ণসুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ফেকুল মাহমুদপুর গ্রামে গোলাম জিলানির বসত ঘরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী নববধু সামিয়া বেগম (২০) হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে ৩০ অক্টোবর দিবাগত রাত ১ টায় সামিয়া বেগমের পিত্রালয়ে। এ ব্যাপারে নিহত মৃত সামিয়ার দাদা আব্দুল গফুর বাদী হয়ে ৩১ অক্টোবর জামালগঞ্জ থানায় স্বামী জালাল উদ্দিনকে (২২) আসামি করে এজহার দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, সামিয়া বেগমেকে ১০ মাস পূর্বে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইচ্ছারচর গ্রামে আব্দুস সোবহানের ছেলে জালাল উদ্দিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। বিবাহের পর থেকে স্বামী জালাল উদ্দিন প্রায়ই শারীরিক নির্যাতন করেতন স্ত্রীর উপর । স্ত্রীর স্বর্ণ বিক্রিসহ নানা কারণে প্রায়শই ঝগড়ায় লিপ্ত হতেন স্বামী-স্ত্রী।
এসব এই যন্ত্রনা থেকে রেহাই পাওয়ার জন্য ২৪ অক্টোবর সামিয়া পিত্রালয়ে চলে যান। ৩০ অক্টোবর সামিয়াকে নেওয়ার জন্য জালাল উদ্দিন শশুড়বাড়ি ফেকুল মাহমুদপুর আসে। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পরলে গভীর রাতে সামিয়ার আর্তচিৎকার শুনিয়া মা এবং ভাইয়ের ঘুম ভেঙে গেলে বৈদ্যুতিক বাতি জালিয়ে দেখে জালাল উদ্দিন বটি দা দিয়ে সামিয়াকে এলোপাথাড়ি কোপাচ্ছে। উপর্যুপরি ৬ টি গুরুত্বর আঘাত করে রক্তাক্ত জখম করে। সকলের সুরচিৎকার শুনিয়া জালাল উদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশেপাশের লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
ঘটনাস্থলে সামিয়া অজ্ঞান অবস্থায় পরে থাকলে উপস্থিত লোকজনেরা জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার নিয়াজ মোর্শেদ তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে তাহিরপুর সার্কেল বাবুল আখতার শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, মৃত সামিয়ার দাদা আব্দুল গফুর মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৮/২০২০ । আসামিকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। তদন্ত চলছে, আইন অনুযায়ী মামলার কার্যক্রম চলবে।