সেরা বাংলাবিদ নবীগঞ্জের সামিরা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ণইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৫ম বর্ষের মহোৎসবে বিজয়ী হয়েছেন সিলেটে তথা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মেয়ে সামিরা মুকিত চৌধুরী। সামিরা বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত চৌধুরীর মেয়ে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাবিদ ৫ম বর্ষের পর্দা নামলো । শুক্রবার সন্ধ্যায় ৫ম বর্ষের মহোৎসব বসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের মহাপরিচালক ফরিদুর রেজা সাগর, ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি। অনুষ্ঠানে আরো ছিলেন চ্যানেল আই ও ইস্পাহানি মির্জাপুরের কর্তাব্যক্তিরা।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এদিন রাতে ঘোষণা করা হয় ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এর ৫ম সিজন বিজয়ীর নাম। যার হাতে তুলে দেয়া হয় ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেই পুরস্কারটি অর্জন করেন সিলেট তথা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মেয়ে মেয়ে সামিরা মুকিত চৌধুরী।
দ্বিতীয় ও তৃতীয় সেরা বাংলাবিদকে দেয়া হয় তিন ও দুই লক্ষ টাকার মেধাবৃত্তি। যথাক্রমে পেয়েছেন ময়মনসিংহের মেয়ে অনুশ্রী বণিক ও ঢাকার মেয়ে মনামী জামান।
শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, উচ্চারণ ও ব্যাকরণ প্রয়োগে উদ্বুদ্ধ করতে এই রিয়েলিটি শো আয়োজন করে চ্যানেল আই। এই সিজনে বিচারকের দায়িত্ব পালন করেন ড. সৌমিত্র শেখর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ত্রপা মজুমদার। গ্র্যান্ড ফিনালেতে অতিথি বিচারক হিসেবে ছিলেন গুণী অভিনেতা আফজাল হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন খায়রুল বাসার