সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ৬:২৯ অপরাহ্ণসুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার জয়কলস ইউপির গাগলী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন এর গাগলী গ্রামের একই পরিবারের সৈয়দুর রহমান এর ছেলে সাহিম মিয়া(৬) ও সাহিদুর রহমানের মেয়ে মারিয়া বেগম।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল ওরা ভাই বোন। একপর্যায়ে তারা দুজনেই বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পাওয়া গেলে দুপুর ১.৩০ টার দিকে একজনের লাশ ডুবার মধ্যে ভেসে উঠে। সন্দেহজনক ভাবে ডুবার পানিতে আরও খোঁজাখুঁজি করলে অন্যজনের লাশও পাওয়া যায়। পরে স্থানীয়দের তৎপরতায় দুজনের লাশ ডুবা থেকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, একই পরিবারের দুই ভাই বোনের মৃত্যুতে ওদের পরিবারে শোকের মাতম চলছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া ‘জাগো নিউজ’কে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।