সিলেটে ৮ লক্ষাধিক টাকার কারেন্ট জাল ধ্বংস, জরিমানা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২০, ৬:৪৭ অপরাহ্ণসিলেটের ফেঞ্চুগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জাল জব্দ করে। এ জালের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকার বেশি বলে জানান মৎস্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মোমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে ও তাদের উপস্থিতিতে সকাল ১০টা থেকে ফেঞ্চুগঞ্জ বাজারের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় র্যাব-৯-এর একটি দল অভিযানে সগযোগিতা করে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে দুপুরে উপজেলা হেলিপ্যাড মাঠে আগুনে পুড়িয়ে জব্দকৃত জাল ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি আহমদের নেতৃতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ৪ জনের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেন।