সিলেটে ৭০ জনের করোনা শনাক্ত : ২ জনের প্রাণহানি
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২০, ৫:৩৯ অপরাহ্ণশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। সব মিলিয়ে সিলেট বিভাগে বর্তমানে মত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯২৯৯ জন। আর করনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪ ৪৪২ জন। সিলেট বিভাগের চার জেলায় মিলে নতুন দুইজনসহ মোট প্রাণহানি হয়েছে ১৬৯ জনের।
রোববার (১৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জে ১৮ জন। তবে এ সময়ে মৌলভীবাজারে নতুন করে কারো করোনা শনাক্ত হয়নি।
এদিকে সুস্থ প্রতিবেদন থেকে আরও জানা যায়, সুস্থ হওয়া ৪০ জনের মধ্যে সুনামগঞ্জে ১৬ জন, সিলেটে ১৪ জন, হবিগঞ্জে ২ জন আর মৌলভীবাজারে ৮ জন করনা জয় করেছেন।
সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৪ হাজার ৯৫৯ জন। আর সুনামগঞ্জে ১ হাজার ৭৪৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৩৭২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে।