সিলেটে র্যাব-৯ এর ১৩জন সদস্যের করোনা শনাক্ত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২০, ৮:০২ অপরাহ্ণ
করেসপন্ডেন্ট,জাগো নিউজ: সিলেটে প্রথমবারের মত আইনশৃঙ্খলা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কয়েক সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১ জনের নমুনা রিপোর্ট করোনা পজেটিভ আসে। এরমধ্যে রয়েছেন র্যাব-৯ এ কর্মরত ১৩ জন। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে আর ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
ওসমানীতে শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার এবং শাবিতে শনাক্ত হওয়া সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৭৪ জন হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৬১ জন এবং সুনামগঞ্জে ১৪৪ জন রয়েছে। এছাড়া হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার তাদের ল্যাবে সিলেট জেলার ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের পজেটিভ আসে। তাদের মধ্যে র্যাব সদস্য ছাড়াও কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী রয়েছেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন ‘‘জাগো নিউজ’’কে জানান, ওসমানীর ল্যাবে তাদের ১৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে শুক্রবার ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, এর মধ্যে কয়েকজনের শরীরে সামান্য জ্বর-সর্দি ছিল। এছাড়া বাকিদের শরীরে কোনো উপসর্গ নেই। বর্তমানে সবাই ভালো আছেন।
এদিকে শুক্রবার শাবির পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে বলে জানান শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়।
