সিলেটে ভারতীয় মোবাইলের চালানসহ আটক ২
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২০, ৫:৫১ অপরাহ্ণসিলেটে ভারতীয় মোবাইল ফোনের চালানসহ দুই যুবককে আটক করেছে র্যাব। সোমবার বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার রাতে শহরতলীর মুরাদপুর এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব।
আটককৃতরা হলো- উপশহরের মৃত আবদুল বাছিরের ছেলে বুখাইর আহমেদ (২৯) ও আব্দুল মতিন সোহেলের ছেলে পলাশ আহমেদ (২৯)।
তাদের কাছ থেকে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় সাড়ে ১৮ লাখ টাকা মূল্যের ৭১টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। এসময় একটি প্রাইভেট কারও জব্দ করে র্যাব।