Logo
শিরোনাম :
গাবদেব ক্রিকেট টুর্নামেন্টে পানিউমদা বিজয় ক্লাব চ্যাম্পিয়ন চুনারুঘাটে ‘অভাবে’ স্ত্রী ও বড় ছেলেকে হত্যার পর নিজেও ঝুললেন ফাঁসিতে নবীগঞ্জে বাড়ি-বাড়ি গিয়ে ইফতারসামগ্রী পৌঁছে দিলো ইউএসও দি মডার্ন কে. জি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত অনুষ্ঠিত মেয়ের সুস্থতা কামনায় দোয়া চাইলেন এমপি মিলাদ গাজী শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার নবীগঞ্জে নববধূকে ঘরে তোলা হলনা সুবেদের নবীগঞ্জে দলিল লিখক সমিতির সভাপতি রুহেলসহ ৪ জুয়াড়ি গ্রেফতার ৭ মার্চের ভাষণ ছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা – এমপি মিলাদ গাজী

সিলেটে বোমা স্বদৃশ্য বস্তু : আসছে সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২০

image_pdfimage_print

সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় বোমস্বদৃশ্য বস্তুকে ঘিরে তৈরি হওয়া আতঙ্ক এখনও কাটেনি। তবে বোম স্বদৃশ্য বস্তুটি ঘিরে রাখার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও এটি কি তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

তবে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ ‘জাগো নিউজ’কে বলেন, বিকেলের দিকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসার কথা রয়েছে। এরপরই এটি কি তা নিশ্চিত করে জানা যাবে।

এর আগে বুধবার (৫ আগস্ট) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক পুলিশের মোটরসাইকেলের মধ্যে ‘বোমা’ থাকার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর ফলে দেখা দিয়েছে আতঙ্ক। এরপর পুলিশ সদস্যরা ঘটনাস্থলের আশপাশ এলাকার ঘিরে রাখেন। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) সদ্যসদ্যরা।

সরেজমিনে দেখা যায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে চৌহাট্টা পয়েন্ট ঘিরে রেখেছে পুলিশ। চৌহাট্টা পয়েন্টে আগে পুলিশ বক্স যেখানে ছিল, এর পাশে রয়েছে ওই মোটরসাইকেলটি। মোটরসাইকেলটির মালিক এসএমপি’র ট্রাফিক সার্জন চয়ন নাইডু। তিনি সন্ধ্যা সাড়ে ৬টা দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টের পাশে মোটরসাইকেলটি রেখে পাশের চশমার দোকানে যান। সেখানে কাজ সেরে এসে দেখেন মোটরসাইকেলের উপর ‘বোমা’ স্বদৃশ্য বস্তু। তখনই উনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

এদিকে রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দেখা যায়, মোটরসাইকেলে থাকা বোমসাদৃশ বস্তুটি দেখতে ঠিক গ্রাইন্ডার মেশিনের মতো।

আর বোমসাদৃশ বস্তুটি দেখতে পাওয়ার প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেউ বিষয়টি সমাধান করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমেগুলোতে চলছে নানা আলোচনা-সমালোচনা।

অনেকেই বলছেন, সিলেটের মতো একটি শহরে একটি বোম স্বদৃশ্য বস্তু ১৬ ঘণ্টা যাবত পড়ে আছে, অথচ কেউ বিষয়টি এখনও সমাধান করতে পারছে না। বিভাগীয় শহর হিসেবে এখানে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষিত জনবল থাকারও পরও বারবার ঢাকামুখী হওয়াতেও সমালোচনা করছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !